আগামীকাল সংলাপে বিএনপির পক্ষ থেকে দলের ৫ জন নেতা অংশ নিতে যাচ্ছেন। তবে নৈশভোজে অংশ নেবে না বিএনপির নেতারা। দলের তীব্র সমালোচনার মুখে তাঁরা আজ বিএনপির নেতা-কর্মীদের এই অঙ্গীকার করেছেন।
তাঁরা জানিয়েছেন, সংলাপে যাবেন বটে, কিন্তু নৈশভোজে অংশগ্রহণ করবে না বিএনপি। বেগম খালেদা জিয়া যেখানে কষ্টে জীবনযাপন করছেন, সেখানে তাঁরা নৈশভোজ করতে পারেন না।
বিএনপির যে ৫ নেতা সংলাপে অংশ নেবেন, তাদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার মওদুদ আহমদ, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস।
উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর বিএনপিসহ জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে সংলাপে বসছে আওয়ামীলীগ। গণভবনে অনুষ্ঠেয় ওই সংলাপে ১৪ দলের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।