বিএসএমএমইউতে মঙ্গলবার পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তারা খালেদা জিয়াকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পরবর্তী করণীয় সম্পর্কে তার মতামত বা পরামর্শও চাইবেন।
আর এর ফলে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আলোচনার আগে খালেদা জিয়ার বিশেষ বার্তা পেতে যাচ্ছেন বিএনপির নেতারা। জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির সূত্রে জানা যায় এ তথ্য। প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চেয়ে চিঠি দেয় ঐক্যফ্রন্ট। পরে সোমবার সংবাদ সম্মেলনে সংলাপের কথা নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সংলাপের চিঠি ড. কামাল হোসেনের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাজার মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে।