ব্যারিস্টার মইনুল হোসেন
ব্যারিস্টার মইনুল হোসেন

কারাগারে যে সুখবর পেলেন ব্যারিস্টার মইনুল

বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন ব্যারিষ্টার মইনুল। কিন্তু সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি টকশোতে তিনি সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করেন। আর সেখান থেকেই ঘটে বিপত্তি। মইনুল হোসেনের বিরুদ্ধে করা মানহানির মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিন না পেয়ে কারাগারে আছেন তিনি।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাবিধি অনুসারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে এদিন ব্যারিস্টার মইনুলের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। পরে এ ঘটনায় কুড়িগ্রাম ও রংপুরের আদালতে মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। এর মধ্যে রংপুরের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর ব্যারিস্টার মইনুলকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম।

শেয়ার করুন: