আজকেই অনুষ্ঠিত হয়ে গেল ২০১৯ বিপিএলের প্লেয়ার ড্রাফট। এই প্লেয়ার ড্রাফট থেকে পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে দলগুলো। তবে সরাসরি চুক্তি বাদে ড্রাফট থেকে বিদেশী খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন থাকতেই পারে।
এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল কোনটি? এবার এই ব্যাপারে মুখ খুললেন পাপন। এই ব্যাপারে তিনি বলেন ,’ আপনি যদি দেখেন যে ক্রিকেটার যারা অংশগ্রহণ করছে, ওদের যে ইচ্ছা অংশগ্রহণ করার এর মাধ্যমে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশের বাইরেও বিপিএল এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
এবারের দলগুলো যদি আপনি দেখেন তাদের মধ্যে একটিও পাবেন না যাকে আপনি দুর্বল বলতে পারেন। এটি আসলে অবিশ্বাস্য ব্যাপার।’
তিনি আরো বলেন ,’ ‘অনেক ভাল ভাল খেলোয়াড় এসেছে এবার এবং তরুণ কিছু খেলোয়াড়ও সুযোগ পেয়েছে। তবে আমার কাছে সবসময় একটি ব্যাপারই মনে হবে যে আমাদের বাংলাদেশি ছেলেরা যেন এই বিপিএলে সবথেকে ভাল খেলে।’