ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার যে দুঃসংবাদ

চলছে শীতের আমেজ। এরই মধ্যে রাজধানীসহ সারা দেশে শীত পরিলক্ষিত হয়েছে। ইতোমধ্যে বর্ষা বিদায় নিয়েছেই বলা যায়। তবে এবার নতুন খবর দিলো আবহাওয়া অফিস।

ঢাকাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

শেয়ার করুন: