বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা না মানা পর্যন্ত এবং কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে না আসা পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না।’
শনিবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে নসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের জনসভায় এসব কথা বলেন তিনি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের লক্ষণ দেখেছেন?’ এ সময় নেতাকর্মীরা না সূচক উত্তর দেন।
পুলিশ জনসভায় আসতে বাধা দিয়েছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ‘এ জনসমুদ্রের মাঝেও পুলিশ চারপাশে অবস্থান নিয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়। নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা মেনে নিতে হবে তার আগে এই দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।’ কারাগারে যেতে প্রস্তুত আছি জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই, পুরানো কারাগারে যদি স্বাধীনতার ঘোষকের স্ত্রী আপোষহীন নেত্রী থাকতে পারে তাহলে আমরাও কারাগারে যেতে প্রস্তুত আছি।’
জনসভায় আরও উপস্থিত রয়েছেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, চট্রগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদত হোসেন প্রমুখ।