আবুল মাল আবদুল মুহিত
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

রাবিশ বলে ফের আলোচনায় অর্থমন্ত্রী!

রাবিশ বলে ফের আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবার ড. কামাল এবং নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বললেন- ‘আই হেব অনলি ওয়ান কমেন্টস ফর দিস, টোটাল রাবিশ’। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট সার্কিট হাউজের সামনে সুরমা নদীর তীর ঘেঁষে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি।

এর আগে বুধবার সিলেট রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, এই জোট জনগণের ক্ষমতা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে আনবে। ড. কামালের এই বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন ছিল সাংবাদিকদের। যার উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘আই হেব অনলি ওয়ান কমেন্টস ফর দিস, টোটাল রাবিশ’।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে যেহেতু বিএনপি আছে, তাই দেশের রাজনীতিতে তো তার কিছু প্রভাব পড়বেই। তবে ফ্রন্টভুক্ত দলগুলো ইতোমধ্যেই জনগণের কাছে অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। তাই নির্বাচনে আওয়ামী লীগই জিতবে। উল্লেখ্য, এরআগেও একাধিকবার রাবিশ শব্দ ব্যবহার করে সমালোচনার মুখে পড়ে অর্থমন্ত্রী।

শেয়ার করুন: