নির্বাচন

নির্বাচনে দাঁড়াবেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতি

সামনে আসছে জাতীয় নির্বাচন এ নিয়ে ইতিমধ্যে চলছে সবার প্রচার প্রচারনী, তবে এবার নির্বাচনে অনেক নতুনত্বও পাওয়া যাচ্ছে। এবার নির্বাচনে দেখা যাবে অনেক নতুন মুখ। বরিশাল জেলার রাজনৈতিক অঙ্গনে এক তরুণ উদীয়মান নেতা ফাইয়াজুল হক রাজু। শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এবং প্রয়াত সাবেক মন্ত্রী একে ফায়জুল হকের বড় তিনি। ইতিমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর-বানাড়ীপাড়া) নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

রাজুর বাবা চারবার এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বলে এখানে তার গ্রহণযোগ্যতাও বেশি। আসন্ন নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক রাজু। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আসনটি ধরে রাখতে মহাজোট থেকে তাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে বলে তিনি আশাবাদী। সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি দাদা ও বাবার মতোই সততা ও যোগ্যতা দিয়ে এলাকাবাসীর সেবা করতে চান বলেও উল্লেখ করেন।

ফাইয়াজুল হক রাজু আওয়ামী লীগের সর্বশেষ কমিটির সহ-সম্পাদক ছিলেন। ঢাকায় কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি প্রতিনিয়ত ছুটে যাচ্ছেন এলাকায়। ১/১১ সরকারের শাসনামলে দলের জন্য নিবেদিতপ্রাণ যেসব নেতারা দিন-রাত রাজপথে থেকেছেন ফাইজুল হক রাজু তাদের মধ্যে অন্যতম।

শেয়ার করুন: