ব্যারিস্টার মইনুল হোসেন
ব্যারিস্টার মইনুল হোসেন

আইন শেখান আমাকে?

গত কয়েকদিন ধরে সমালিচিত ঘটনা নিয়ে বেশ আলোচনা সামাজিক যোগাযোগে । ঘটনাটি টেলিভিশনের লাইভ টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় দেশজুড়ে বেশ কয়েকটি মানহানির মামলা হয়েছে জাতীয় ঐক্যের নেতা ব্যরিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে। এর মধ্যে সোমবার রংপুরে দায়ের হওয়ায় মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর রাতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।এর আগে সোমবার রাতে গ্রেফতারের পর ডিবি কর্মকর্তাদের সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময় করেন ব্যরিস্টার মইনুল হোসেন।

এক সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় উত্তেজিত হয়ে তিনি ডিবি কর্মকর্তাদের বলেন, আমাকে আইন শেখান? কাউকে নিয়ে মন্তব্য করার জন্য গ্রেফতার করা যায় নাকি? এছাড়া ডিবি কার্যালয়ে যাওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন বলেও জানা গেছে। কিন্তু ডিবি কর্মকর্তারা তার কথায় তেমন একটা কর্ণপাত করেননি।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের একটি টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টির এক প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’ মইনুলের এ ধরনের বাক্য ব্যবহারে সমালোচনা শুরু হওয়ার পর তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় মানহানির মামলা দায়ের করা হয়। এর মধ্যে কয়েকটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

শেয়ার করুন: