সদ্য বহিষ্কৃত বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীর সাথে যুদ্ধাপরাধীর দায়ে দণ্ডিত জামায়াত নেতা দেলওয়ার হুসাইন সাঈদীর পুত্রের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে ছবি নিয়ে মাহি বি চৌধুরীর দাবি, সাঈদীপুত্রকে চেনেন না তিনি। আর ছবিটি সাঈদীপুত্র শখের বশে তুলেছেন।
ভাইরাল হওয়া ছবি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন মাহি বি চৌধুরী। তিনি জানান, ছবি অনেকদিন আগে রাজধানীর বনানীর একটি ক্যাফেতে তোলা। আমি উনাকে চিনি না। প্রথমে ক্যাফের বাইরে এক চটপটির দোকানদার আমার সঙ্গে ছবি তুলতে চান। পরে হঠাৎই ওই ভদ্রলোক এসে আমার সঙ্গে ছবি তোলেন। আমি তখন আমার পরিবার নিয়ে সেখানে গিয়েছিলাম।
তিনি আরও বলেন, আমার সঙ্গে প্রতিদিন ঢাকায় অনেকেই ছবি তোলেন। আমি সকলকে চিনি না। চেনার কথাও না। আপনারা উনাকে (সাঈদী পুত্র) জিজ্ঞাসা করতে পারেন। এই ছবি আমি আরও কয়েকদিন আগে ফেসবুকে দেখেছি। জানা যায়, দেলওয়ার হুসাইন সাঈদীর মেজো পুত্র তিনি। শামীম সাঈদী।