সুন্দরী মডেল মানসী দীক্ষিত। বয়স ২০ বছর। রাজস্থান থেকে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন অভিনেত্রী হওয়ার আসায়। বলিউডে পা রাখতে কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বলিউড নয়, তাকে প্রাণ হারিয়ে যেতে হয়েছে স্যুটকেসের মধ্যে। খবরে বলা হয়েছে, গত রোববার মুম্বাইয়ের আন্ধেরিতে মোজাম্মেল সঈদ নামের এক তরুণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মানসী। সেখানে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা।
পুলিশের ধারণা মোজাম্মেল দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করেছেন মানসীকে। তবে মোজাম্মেলের সঙ্গে মানসীর আদতে কী সম্পর্ক, তা নিয়ে কিছুই জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, মানসীর দেহ স্যুটকেসে ভরে বিমানবন্দরের দিকে একটি ক্যাব বুক করেন মোজাম্মেল। মাঝপথে ক্যাব ড্রাইভারকে মাইন্ডস্পেসের দিকে গাড়িটি ঘুরিয়ে দিতে বলেন তিনি। মাইন্ডস্পেস জায়গাটা আসলে ঝোপঝাড় আর ম্যানগ্রোভে ভর্তি।
মোজাম্মেল ওখানে স্যুটকেসটা পুঁতে রেখেছিল। স্যুটকেস পোঁতার সময় ক্যাব ড্রাইভারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মোজাম্মেল। তখন ক্যাবটি ছেড়ে একটি অটোরিকশা ধরে সে। এতে ক্ষিপ্ত ক্যাব ড্রাইভার পুলিশকে ফোন করে বিষয়টা জানান।