সাগর-রুনি হত্যা

‘এতোকিছু উঠে আসে, সেই ঘটনার রহস্য উন্মোচন করা গেল না?’

‘সাগর-রুনির সাথে আমাদের একটা পারিবারিক বন্ধন ছিল। এই মৃত্যুর ঘটনায় প্রত্যেকটি সাংবাদিক মর্মাহত। সত্য যতই কঠিন হোক, সত্যটা তুলে ধরা দরকার ছিল। এতো তদন্ত হয়, এতোকিছু উঠে আসে, এতো পুরাতন ঘটনা বেরিয়ে আসে; সাংবাদিক দম্পতি নিহত হল, আর সেই ঘটনার রহস্য আজ পর্যন্ত উন্মোচন করা গেল না?

এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা গেল না? পুরো ঘটনার চার্জশিট তো অনেক পরের ব্যাপার, আজ পর্যন্ত জনগণের সামনে, মানুষের সামনে, সাংবাদিক সমাজের সামনে ঘটনার রহস্য উদঘাটন করতে না পারা দুঃখজনক একটি ঘটনা।’ সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর ‘আজকের সংবাদপত্র’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এসব কথা বলেন।

নঈম নিজাম বলেন, ‘আমাদের কষ্ট লাগে, একটি মিডিয়া বান্ধব সরকার ক্ষমতায়, একটি মিডিয়া বান্ধব মন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, স্বরাষ্ট্র মন্ত্রীও মিডিয়া বান্ধব, তারপরেও আপনারা এতোগুলো মানুষ কাজ করছেন; আইন প্রয়োগকারী সংস্থাগুলো এতোদিন পরেও এই তদন্ত উন্মোচন করতে পারল না? এটা কেন হবে? জাতির জন্য এটা দুর্ভাগ্যজনক, কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘আমরা যদি মনে করি, যদি কঠিন সত্য যেটা তাদের কাছে প্রকাশ করতে সংকট ছিল সেটুকুও প্রকাশ করা দরকার ছিল দেশ, জাতি ও মানুষের অধিকারের স্বার্থে। আমি ধরে নিলাম তারা সাংবাদিক না, তারা এ দেশের নাগরিক। একজন সাধারণ নাগরিকের কি বিচার চাওয়ার অধিকার নেই?’

‘মেঘ নামের (সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান) যে শিশুটি আস্তে-আস্তে বেড়ে উঠছে সে যখন জানবে তার বাবা-মায়ের মৃত্যুর রহস্য উন্মোচন হল না, তখন এই সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, আইন প্রয়োগকারী সংস্থা সম্পর্কে তার কি ধারণা জন্মাবে? আমরা এ দুঃখজনক ঘটনাগুলোর মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি’, বলেন দেশের বিশিষ্ট এ সাংবাদিক।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, অবিলম্বে সাগর-রুনির হত্যার ঘটনাটি শুধু সাংবাদিক হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবে তাদেরকে বিবেচনায় রেখে এ রহস্যের উন্মোচন করা জরুরি ভাবে দরকার। এটা যদি নিরসন না হয়, মানুষ আইনের শাসনের প্রতি আস্থা হারাবে। মানুষ মনে করবে, আইনের শাসনের জায়গাগুলো থমকে গেছে।’

শেয়ার করুন: