ড. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিএনপিতে অস্বস্তি এবং বিরক্তি ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক সময়ে সেনা প্রধানকে নিয়ে জাফরুল্লাহর বক্তব্যের পরে, তাকে বিএনপি থেকে দূরে রাখার পরামর্শ দিচ্ছেন সিনিয়র নেতারা। আজ সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে: জেনারেল মাহাবুব টেলিফোন করেন বিএনপি মহাসচিবকে।
জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যাপারে তিনি সাধুবাদ জানান বিএনপি মহাসচিবকে। বলেন, ‘এটা দরকারী একটা কাজ হয়েছে।’ এরপর তিনি বলেন, ‘ঐ পাগলটা কোন দলের? ওর সঙ্গে বিএনপির সম্পর্ক কি? ওখানে সে কেন? মির্জা ফখরুল প্রথমে বুঝতে পারেন নি, কাকে উদ্দেশ্য করে জেনারেল মাহাবুব এসব কথা বলছেন।
জিজ্ঞেস করেন, ‘আপনি কার কথা বলছেন?’ উত্তরে সাবেক সেনা প্রধান বলেন, ‘ঐ যে জাফরুল্লাহর কথা বলছি। ও তো বিএনপির সঙ্গে আর্মির সম্পর্ক শেষ করে দেবে। ওকে নিয়ে আপনারা ঘুরবেন না। ও তো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলেছে। ওকে পাগলা গারদে পাঠান, ঐক্য ফ্রন্টে রাখবেন না।’ জেনারেল মাহাবুবের কথায় হেসে ফেলেন ফখরুল। বলেন, ‘পাগল সামলানোর দায়িত্ব আমার।’