‘তিতলির’ প্রভাবে সারাদেশে নৌ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় তিতলীর প্রভাবে সারাদেশে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আবহাওয়া বিরূপ থাকায় বুধবার দুপুরের পর অভ্যন্তরীণ নৌচলাচল বন্ধের নির্দেশ দেয় বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে ৪ নম্বর বিপদ সঙ্কেত চলতে থাকায় আমাদের নৌ-নিরাপত্তা এবং নৌ-ট্রাফিক বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে।’

এ সিদ্ধান্ত সারাদেশের নৌ টার্মিনালগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘তিতলি’ প্রবল আকার ধারণ করে ধেয়ে আসছে। বর্তমানে ‘তিতলি’ দেশের উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বুধবার সকালে আবহাওয়া অফিস জানায়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা ঝড়ো ও দমকা হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

শেয়ার করুন: