গয়েশ্বর
গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্রকে খুঁজছে পুলিশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে খুঁজছে পুলিশ। তার খোঁজে রাজধানীর নয়াপল্টনে গয়েশ্বরের কার্যালয়ে গেছে পুলিশ। আজ মঙ্গলবার (৯ অক্টোবর)বিকেল ৫টার দিকে ওই কার্যালয়ে সাদা পোশাকে পুলিশের তিনজন সদস্য গিয়ে তার খোঁজ করেন। গয়েশ্বরের কার্যালয়ের অফিস সহকারী শাহীন গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন। শাহিন জানান, অফিসে এসে পুলিশ সদস্যরা গয়েশ্বর চন্দ্র রায়ের অবস্থান জানতে চান। তবে ওই সময়ে তিনি অফিসে ছিলেন না। তাকে খুঁজে না পেয়ে পুলিশের সদস্যরা চলে যায়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলায় ২৩ জন নিহত হয়, আহত হয় কয়েকশ। বুধবার (১০ অক্টোবর) এই মামলার রায় দেয়া হবে। এর একদিন আগেই গয়েশ্বরের অফিসে তার খোঁজে যান পুলিশ।

শেয়ার করুন: