ছোটবেলায় যখন মা-চাচীরা যখন বাইরে কোথাও বেড়াতে যেতেন, তখন বাড়ির চাবিটা সুন্দর করে আচঁলে বেঁধে নিতেন। কখনও আবার বাড়ি দেখাশোনার জন্য বিশ্বস্ত কাউকেও দিয়ে যেতেন চাবি।
ঠিক একইভাবে জেলখানাকে বাড়ি হিসেবে ধরলে তার মালিক কিন্তু জেলখানা কর্তৃপক্ষ। তাই স্বাভাবিক নিয়মেই তাদের কাছেই থাকে জেলখানার চাবি। কিন্তু হঠাৎ যদি শুনতে পাওয়া যায় জেলখানার চাবি থাকে সাজাপ্রাপ্ত আসামিদের কাছে। তাহলে অবাক হওয়ারই কথা। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ব্রাজিলের একটি জেলখানায়। যেখানে আসামিদের হাতেই রয়েছে নিজেদের সেলের চাবি।