রবিবার দুপুর ২টায় কে বা কারা অজ্ঞান অবস্থায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের (চৌয়ারা বাজার সংলগ্ন) দনাজুর গ্রামের রাস্তা উপর ফেলে যায়।
মেয়েটিকে দেখতে উৎসক জনতা ভিড় করে, পরে স্থানীয় মেম্বার ও এলাকার মানুষের সহযোগীতায় মেয়েটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইমাজিন্সীতে ভর্তি করা হয়।
তাকে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তিন তলার ৯ নং মহিলা ওয়াডে ভর্তি করা হয়েছে। বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেলও এখনো তার জ্ঞান ফিরে আসেনি।
সাথে কোন ঠিকানা বা মোবাইল নাম্বার না থাকায় পরিবারের সন্ধান মিলছে না। বিষয়টি সদর দক্ষিণ থানার ওসি, ইউপি চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার কমিশন, শিশু নির্যাতন কেন্দ্র সহ উদ্ধর্তন কর্তৃপক্ষ অবিহিত করা হয়েছে।
মেয়েটি যেন সু্স্থ হয়ে মা/বাবার কোলে যেন ফিরে যেতে পারে আপনাদের শেয়ার এর মাধ্যামে।
যোগাযাগ করতে পারেন
আবদুল হান্নান- ০১৮১৯৬৭১৯৭০
রফিক মেম্বার-০১৭২৭৩৯১৫৫০
জয়নাল-০১৯৩১৭৬৬২৫৮