কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্ত আজও বেগম খালেদা জিয়ার দেখা পাননি ৫ সদস্যের মেডিকেল বোর্ড।
সোমবার (৮ অক্টোবর) বেলা দেড়টার দিকে অধ্যাপক আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের মেডিকেল বোর্ড বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এরপর ঘণ্টাখানেক পর বের হয়ে এসে মেডিকেল বোর্ডের প্রধান জানান, বেগম জিয়ার সঙ্গে তার দেখা হয়নি। মেডিকেল বোর্ডের প্রধান বলেছেন, ‘খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো নথিবদ্ধ করছেন চিকিৎসকরা। মূল চিকিৎসা শুরু হতে দুই সপ্তাহ সময় লাগবে।’
মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক আব্দুল জলিল চৌধুরীর বলেন, ‘খালেদা জিয়া ৩০ বছর ধরে রিউমাটয়েড আথরাইটিসে ভুগছেন। যাকে বাংলায় বাত বলে। উনার বাম হাত বাঁকা হয়ে গেছে। বাম হাত উনি তুলতে পারেন না। এটাকে ফ্রোজেন সোল্ডার বলে। উনার কোমরে ব্যথা রয়েছে। আর বাম হিপ জয়েন্টে উনার আথরাইটিস হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করা হবে।’