কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে মেডিকেল বোর্ড গঠনের ব্যাপারে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে।
সোমবার (৮ অক্টোবর) গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার সঙ্গে দেখা করবেন। জানা গেছে, সোমবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়ার সামগ্রিক জীবনাচরণ (কেস হিস্ট্রি) নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এরপর তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন, মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুল জলিল চৌধুরী।
তিনি বলেন, ‘ম্যাডামের কেবিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুজন সিনিয়র চিকিৎসক আছেন, যাঁরা ম্যাডামের সামগ্রিক কেস হিস্ট্রি জানবেন এবং এক্সামিন করবেন। পরে তা লিখিত আকারে আমাদের (মেডিকেল বোর্ড) কাছে জমা দেবেন। ইতিহাস দেখে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সোমবার (৮ অক্টোবর) আমরা ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করব। এরপর চিকিৎসার একটি স্পেশাল ফরমেট তৈরি করব। সে অনুযায়ী তাঁর অধিকতর উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আমরা।’
এর আগে রবিবার (৭ অক্টোবর) মেডিকেল বোর্ডের এই চিকিৎসকরা দুপুরের দিকে খালেদা জিয়ার সাথে দেখা করতে যান। কিন্তু তিনি ঘুমিয়ে থাকায় সাক্ষাৎ পাননি তারা। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মো. আবদুল জলিল চৌধুরী (ইন্টারনাল মেডিসিন), অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক (রিউম্যাটোলজি), অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি (কার্ডিওলজি), অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত (অর্থোপেডিক সার্জারি) ও সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ (ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন)।