একজন বাসচালক একটি বানরকে দিয়ে বাস চালিয়ে নিজেই শাস্তির কবলে পড়েছেন। তাকে বরখাস্ত করা হয়েছে। ভারতের কর্ণাটক রাজ্যে এ ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ইন্টারনেটে ভাইরালও হয়েছে।
জানা গেছে, গাড়িটিতে ৩০ জন যাত্রী ছিলেন। বানর গাড়ি চালাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এই প্রেক্ষিতে অন্য গাড়ি চালকরা প্রতিবাদ জানায়।
একটি সূত্র বলছে, বানরটি গাড়িতে একজন যাত্রীর সাথে ওঠেছিল। কিন্তু বানরটি স্থির হয়ে না বসে গাড়ির সামনে ড্রাইভারের সিটে চলে যায়। ড্রাইভার জানায়, এই অপ্রত্যাশিত ঘটনায় তখন বানরকে ড্রাইভিং এর জন্য অনুমতি দেয় সে।
জানা গেছে, ড্রাইভার স্টিয়ারিং হুইলে এক হাত রেখে বানরকে গাড়ি চালাতে দিচ্ছিল এবং সে রাস্তার দিকে মনোযোগ দিচ্ছিল। যদিও সে আয়নায় খেয়াল করছিল কি-না তা স্পষ্ট নয়।