খালেদা

যেকোন সময় খালেদাকে বিএসএমএমইউতে নেয়া হবে

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উচ্চ আদালতের নির্দেশনা মেনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে সম্মতি দিয়েছেন। শনিবার (৬ অক্টোবর) যে কোন সময় তাকে হাসপাতালে নেওয়া হবে।

বিএসএমএমইউ কেবিন ব্লকের ৬তলায় ৬১১ নম্বর প্রেসিডেন্সিয়াল ভিভিআইপি কেবিন প্রস্তুত রাখা হয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীর জন্য।
বিষয়টি নিশ্চিত করে কারা চিকিৎসক মাহমুদুল হাসান জানান, শিগগিরই তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হবে। এরই মধ্যে হাসাপাতাল কর্তৃপক্ষ খালেদা জিয়ার ভর্তি ও চিকিৎসার সব ধরনের প্রস্ততি সম্পন্ন করেছে।

এ বিষয়ে কারা কর্তৃপক্ষের সূত্র জানিয়েছে, হাইকোর্টের নির্দেশনা গত বৃহস্পতিবারই কারাগারে এসে পৌঁছায়। পরে শুক্রবার (৫ অক্টোবর) খালেদা জিয়াক হাসপাতালে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়। এর আগে বিএসএমএমইউ চিকিৎসা নিতে সম্মতি জানাতে বেগম জিয়া সময় নেন। উনার সম্মতি পাওয়া গেছে। ফলে শনিবার (৬ অক্টোবর) যে কোনো সময় তাকে হাসপাতালে নেওয়া হবে।

খালেদা জিয়ার ভর্তি ও চিকিৎসার প্রস্তুতি বিষয় নিয়ে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে আমরা উচ্চ আদালতে নির্দেশনা পাই। এরই মধ্যে সব প্রস্ততি সম্পন্ন হয়েছে।খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমাদের হাসপাতাল এখন প্রস্তুত আছে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হতে পারে। শনিবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য জানান তিনি।

শেয়ার করুন: