মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি বাইক। তার পাশেই পড়ে আছে একটি যুবকের মরদেহ। পাশ থেকে দৌড়ে আসছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। তখনই অপর পাশ থেকে ছুটে আসেন দুই যুবতী। এসময় পুলিশ কর্মীরা ওই দুই যুবতীকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। যার মধ্যে ওই যুবকের প্রেমিকাও ছিল।
কিন্তু এমন সময় ঘটল অদ্ভুত এক কাহিনি। হঠাৎই উপুড় হয়ে পড়ে থাকা যুবকটি সোজা হয়ে বসে পড়ল। সবাইকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসে পকেট থেকে বের করলেন আংটির বাক্স। প্রোপোজ করলেন তার বান্ধবীকে।
এমন রোমান্টিক দৃশ্যের সাক্ষী থেকে হেসে ফেলেন আশপাশের লোকজন। সেই প্রেমিক জুটির প্রেমকে বিয়েতে রূপ দিতে যুবকের অনুরোধে পুলিশও সামিল হয়েছিল এই অভিনয়ে!
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফিলিপিনসের সাউথ কোটাবাটোতে জেফ্ররি ডেলরিও নামে এই যুবক সড়ক দুর্ঘটনায় ‘মারা’ যাওয়ার অভিনয় করেন শুধু নিজের বান্ধবীর দৃষ্টি আকর্ষণ করতে।
এই দৃশ্য নিজের চোখের সামনে দেখে জেফ্ররির বান্ধবী শেলা প্যারায়ানন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। যখন ট্রাফ্রিক পুলিশ কর্মীরা তাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন, তখনও তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার পর মুহূর্তেই এমন একটা কাণ্ড ঘটাবেন জেফ্ররি। প্রোপোজ করে বসবেন শেলাকে। কিছুক্ষণ হতবাক হয়ে থাকার পর শেলা অবশ্য জেফ্ররিকে ‘হ্যাঁ’ বলে দেন।