রাজধানীতে যেসব এলাকায় গ্যাস থাকবে না ১০ ঘণ্টা

রাজধানীর মিরপুরের কিছু এলাকায় সোমবার (০১ অক্টোবর) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর করা হবে। ফলে টাই-ইন কাজের জন্য ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস গ্যাসের পক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সোমবার (১ অক্টোবর) সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত (১০ ঘণ্টা) রাজধানীর মিরপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মিরপুরে যে সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে- মিরপুর ২, ৬, ৭, ১০, ১১ ও ১২ এর রাস্তার উভয় পার্শ্ব, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস।

এছাড়া এর আশপাশের আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

শেয়ার করুন: