২০১৩ সাল থেকে পরের টানা চার বছর ধরে ইংল্যান্ডে সবচেয়ে বেশি শিশুর নাম রাখা হয়েছে অলিভার। তবে বানানের হেরফের না হলে মোহাম্মদ হয়তো নামের তালিকার শীর্ষে থাকত। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস এ তথ্য জানিয়েছে।
২০১৭ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সে বছর ইংল্যান্ডে জন্ম নেয়া শিশুদের নামের তালিকার শীর্ষে ছিল অলিভার। ৬২৯৫ জনের নাম রাখা হয় অলিভার। নামের তালিকার ১০ নম্বরে ছিল মোহাম্মদ। ৩৬৯১ শিশুর নাম রাখা হয় মোহাম্মদ।
কিন্তু ইংরেজিতে মোহাম্মদ নামের বানান করা হয়েছে ১৪ রকমভাবে। একভাবে যদি এই নামের বানানটি লেখা হতো তা হলে মোহাম্মদ নাম রাখা শিশুর সংখ্যা হতো ৭৩০৭। মোহাম্মদ হতো ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম।