প্রাণ-আরএফএল গ্রুপ। বড় প্রতিষ্ঠান। এর অনিয়ম আর প্রতারণাও বড়-বড়। আমের রসে ভরা কিংবা পরিস্কার পরিচ্ছন্নতায় তৈরি, জুস অথবা আচার।বিজ্ঞাপন জুড়ে যতো কথাই বলা হোক না কেন, বাস্তব চিত্রটা কিন্তু ভিন্ন। অনুসন্ধানী দল টিম থ্রি সিক্সটি ডিগ্রির ক্যামেরায় উঠে এসেছে, প্রতিষ্ঠানটির কারখানায় কিভাবে-কেমন পরিবেশে তৈরি হয় এসব পণ্য।
স্বাগতম আপনাকে আমাদের ফেসবুক পেইজে। পৃথিবী ইন্টারনেটের কল্যাণে ছোট হয়ে এসেছে, প্রতিনিয়ত বিভিন্ন ধরণের ঘটনা ঘটছে এবং তা ইন্টারনেটে ভাইরালও হচ্ছে। এই সকল ঘটনা গুলো আমাদের পেইজে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি।
আমাদের পেইজে যত ভিডিও দেখা যায় এর কোন টাই আমাদের নিজস্ব বানানো ভিডিও নয়, এগুলো সব ইন্টারনেটের থার্ড পার্টি সোর্স যেমন- ফেসবুক পেইজ অথবা ইউটিউব থেকে আমরা শেয়ার করে থাকি।
কপিরাইট বিবেচনায় আমরা কোন ভিডিও নিজেরা আপলোড করিনা, আমরা শুধুমাত্র শেয়ার করি। ভিডিও ভিউ ও শেয়ার কাউন্ট মূল ভিডিও পেজেই হয়। আমরা এসব ভিডিও শেয়ার করে থাকি শুধুমাত্র আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য, পাশাপাশি আপনাদেরকে বিনোদিত করতে চেষ্টা করি। যমুনা টেলিভিশন