আরেকটু দেরি হলেই পচন ধরতো হাতে : সাকিবের চিকিৎসক

ত্রিদেশীয় সিরিজে পাওয়া আঙুলের চোটের জন্য এশিয়া কাপে খেলতে নারাজ ছিল অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বোর্ডের চাপ ও দেশের জন্য এশিয়া কাপ খেলেও অপারেশন এর সিদ্ধান্ত নেন তিনি। তবে এশিয়া কাপের মাঝ পথেই থেমে যায় তার এশিয়া কাপ যাত্রা।

আঙ্গুলের অবস্থা গুরুতর হওয়ায় বুধবার রাতেই দেশে ফিরে আছেন সাকিব আল হাসান। সাকিবের আঙ্গুলের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সাকিবের অবস্থা এতোটাই খারাপ যে আরো বেশিক্ষন দেরি করলে নাকি পুরো হাতটা দিয়েই আর কোন কাজ করা যেত না। হাত থেকে বের করা হয়েছে প্রায় ৭০ মিলিগ্রাম পুজ।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘অবশ্যই তার অবস্থা স্থিতিশীল নয় এবং সেটা আরো খারাপের দিকে যাচ্ছিল, তাই তাকে অ্যাপোলোতে ভর্তি হতে হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তার আহত আঙুল থেকে অনেক পুজ বের হয়েছে যা খারাপ একটা চিহ্ন। আমরা এখন তার অবস্থা পরীক্ষা করার পরে ডাক্তারদের পরামর্শ দেয়ার জন্য অপেক্ষা করছি।’

শেয়ার করুন: