মহেশখালীতে বিস্ফোরণে দুই নৌ সেনা নিহত, ৫ আহত

বাংলাদেশের প্রশাসনিক বাহিনীর মধ্যে অন্যতম একটি বাহিনী বাংলাদেশের নৌ বাহিনী এ প্রশাসনিক ক্ষেত্রে অনেক এগিয়ে সব দিক থেকে। বাংলাদেশ নৌ বাহিনীদের বিভিন্ন সময় প্রশিক্ষন দেয়া হয় তাদেরকে বেশি শক্তিশালি করতে। আজ বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হবার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম। এ দুর্ঘটনার ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নৌবাহিনীর একটি জাহাজে গভীর সাগরে গিয়ে ফায়ারিং অনুশীলন করছিলেন নৌ সদস্যরা।

অস্ত্র তাক করে অনুশীলনের সময় দুইটি কার্তুজের হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে সাথে সাথেই দুজনের মৃত্যু হয়। ঘটনায় আরও নৌসেনা অহত হয়। আহতদের নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহত দুইজন জুনিয়র কমিশনড অফিসার বলে জানান আইএসপিআর।তবে দুর্ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন: