আলদি নোভেল আদিলাং যে ভেলায় থাকতেন, তাঁকে নিয়ম করে প্রতি সপ্তাহে খাবার পৌঁছে দেয়া হতো। ফলে তাঁর সাথে থাকা খাবার এবং পানি ফুরিয়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতে সাগরের নোনা পানিই তাঁকে পান করতে হয়েছে।
আর ভেলায় মাছ লাফিয়ে উঠলে, সেটি ধরে তিনি খেতেন। জাপানে ইন্দোনেশিয়ার একজন কূটনীতিক ফাজার ফেরদৌস জাকার্তা পোস্টকে বলেছেন, আলদি নোভেল আদিলাং মৃত্যুভয়ে ভীত থাকতেন এবং বেশিরভাগ সময় কান্নাকাটি করতেন।
`আলদি দেখতে পেতেন যে, বড় জাহাজ সমুদ্রে যাচ্ছে। তিনি জাহাজ দেখলেই চিৎকার করে সাহায্য চাইতেন।১০ট্রিও বেশি জাহাজ তাঁর ভেলার পাশ দিয়ে গেছে। কিন্তু জাহাজগুলো থামেনি বা তাঁকে দেখত হয়তো পায়নি।’
আলদির মা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, তাঁর ছেলে নিখোঁজ হয়েছে বলে তাঁর কর্মস্থল থেকে পরিবারকে জানানো হয়েছিল।ফলে তারা তখন শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন। তাঁরা সন্তানকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন।
শেষপর্যন্ত কয়েক হাজার মাইল ভেসে আলদি পৌঁছায় পশ্চিম প্রশান্ত মহাসাগরে গুয়ামের কাছে। সেখান থেকে ৩১শে অগাস্ট জাপানগামী পানামার পতাকাবাহী জাহাজ এমভি আরপিগিও তাঁকে উদ্ধার করে তারা গুয়াম কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে।
গুয়াম কোস্টগার্ডের তাঁকে জাপানে নিয়ে যেতে বললে জাহাজের কর্মকর্তা সে অনুযায়ী ব্যবস্থা নেন। ঐ জাহাজে আলদি গত ৬ই সেপ্টেম্বর জাপানে পৌঁছান। দু’দিন পর ইন্দোনেশিয়ার দূতাবাস আলদিকে জাপান থেকে বিমানে করে নিজ দেশে পাঠায়। আলদি এখন ইন্দোনেশিয়ায় তাঁর পরিবারের সাথে আছেন।