জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ (কার্টেসি কল)। তাই এই বৈঠকের কোনো মিটিং মিনিটস তৈরি হয়নি। এই বৈঠকের কোনো বিবরণীও নথিভুক্ত হয়নি।
মহাসচিবের জন্য কোনো পয়েন্টও তৈরি হয়নি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের কাছে এমন তথ্যই দিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকা।
গতকাল মঙ্গলবার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জেনকার সঙ্গে দেখা করেন। তিনি বিএনপি নেতার সঙ্গে জেনকার বৈঠকের বিস্তারিত জানতে চান। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, ‘জাতিসংঘের নিয়ম অনুযায়ী এ ধরনের বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বা তাঁর একজন মনোনীত ব্যক্তি থাকা উচিৎ।’
মাসুদ বিন মোমেন এটাও বলেন, ‘তাঁর বক্তব্য পেলে আমরা বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’ বাংলাদেশ প্রতিনিধি জেনকা বলেন, এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। জাতিসংঘ মহাসচিব তাঁকে (জেনকাকে) বলেছেন, বাংলাদেশ থেকে কয়েকজন আসবে, তাদের সঙ্গে দেখা করতে।’
এটা অফিসিয়াল বৈঠক না হওয়ায় এর বিবরণীও রেকর্ড করা হয়নি। তারা যে কথা বা দাবি জানিয়েছেন সেগুলোও ফরোয়ার্ড করা হবে না। জেনকা বলেছেন, ‘এরকম বহু মানুষ আমাদের সঙ্গে দেখা করে। তারা আমাদের সঙ্গে কফি পান করেছে এবং ফটোসেশন করেছে। ব্যস এটুকুই। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পররাষ্ট্র দপ্তরে লিখিত ভাবে এই তথ্য জানিয়েছেন।