জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে জেলে পঠানোর পর থেকে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অনশন ও সমাবেশের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবিতে আবারো হরতাল, অবরোধের কথা ভাবছে বিএনপি। নেতারা বলছেন, তারা যে সব কর্মসূচি এখন করছেন, তা সরকারের ওপর খুব একটা প্রভাব ফেলছে না।
তাই তফসিল ঘোষণার কাছাকাছি সময়ে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেন তারা। এসব কর্মসূচি সরকারের ওপর কোনো চাপ তৈরি করতে পারেনি বলে মনে করেন দলটির নেতারা। মওদুদ আহমেদ বলেন, কেন্দ্রীয় নেতাদের সাথে তৃণমূল নেতাদের বৈঠকেও দাবি উঠেছে কঠোর কর্মসূচির। বিএনপির সর্বশেষ কর্মসূচিতেও কঠোর কর্মসূচিরই ইঙ্গিত ছিল বলে জানান তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, এ অবস্থায় কর্মসূচির ধরণ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তাদের। তিনি বলেন, তারা অপেক্ষায় আছেন সঠিক সময়ের। অতীতে দেশের মানুষ যেসব কর্মসূচি দেখে অভ্যস্ত, সে সব কঠোর কর্মসূচির কথাও বললেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জানান। সরকার বাধা না দিলে কর্মসূচি শান্তিপূর্ণই থাকবে বলেও মন্তব্য বিএনপি নেতাদের।