প্রতিদিন সকালে উঠে বালিশ জড়িয়ে শুয়ে মনে মনে বলে নেন, কাল থেকে শরীরচর্চা শুরু করব, তাদের কাছে অনুপ্রেরণা হতেই পারেন মন কউর।
সম্প্রতি তিনি ওয়ার্ল্ড মাস্টার গেমে অংশ নেন। এই গেমে বয়ঃসীমা ১০০ থেকে ১০৪। একে সিনিয়রদের অলিম্পিকও বলা হয়। সেই গেমেই দৌড়ে সোনা জিতলেন মন কউর।
ভারতের সবচেয়ে বেশি বয়সের এই অ্যাথলিট ৯৩ বছর বয়সে শুরু করেন দৌড়। এর আগে ওয়ার্ল্ড মাস্টার গেমে ২০টি সোনা জিতেছেন তিনি। এবারও মন কউরই সেরা।