অপি করিম
অপি করিম

তৃতীয় সংসারও ভেঙ্গে গেল অভিনেত্রী অপি করিমের!

নির্মাতা এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিমের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। বৃহস্পতিবার তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে। এর আগে ২০০১৬ সালের ঈদের দিন (৭ জুলাই) তাদের বিয়ে হয় খুব গোপনে। এটি ছিলো অপি করিমের তৃতীয় বিয়ে।

আর ২০০৭ সালের ২৭ অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপির বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০১১ সালে ফের বিয়ে করেন নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জলকে।

শেয়ার করুন: