বিয়ে

বরের বয়স ৬৫, কনের ৬০

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে ৬৫ বছরের বৃদ্ধ মাইনউদ্দিন ফকিরের সাথে ৬০ বছরের বৃদ্ধা সাহেরা খাতুনের বিয়ে হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কাতলামারী গ্রামের পাত্রী সাহেরা খাতুনের বাড়িতেই এ বিয়ে সম্পন্ন হয়েছে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তাদের বিয়ের কাবিন রেজিষ্ট্রি করা হয় এবং বিয়ের দেনমোহর ধরা হয়েছে ১ লাখ টাকা।

এ বিষয়ে ওই গ্রামের বাসিন্দা সোহেল রানা জানান, মাইনউদ্দিন ও সাহেরার বিয়ে দেখতে অনেকেই পাত্রীর বাড়িতে উপস্থিত হন। এ সময় কেউ কেউ আবার এই দুজনের বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও ধারণ করেন। আবার অনেকেই পাত্র-পাত্রীর সঙ্গে সেলফি তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় আপ করেন।

সোহেল রানা আরও জানান, বর মাইনউদ্দিন ফকিরের প্রথম স্ত্রী মারা গেছেন। তাদের সংসারে এখন ৫ ছেলে-মেয়ে রয়েছে। রয়েছে নাতি-নাতনিও। অন্যদিকে, কনে সাহেরা খাতুনেরও প্রথম স্বামী মারা গেছেন। তাদের সংসারেও আছে ২ ছেলে-মেয়ে। আছে নাতি-নাতনিও।

শেয়ার করুন: