খালেদা

আমার মুক্তির সময় হয়ে এসেছে: খালেদা জিয়া

শনিবারের জনসভায় খবর পড়ে বেগম খালেদা জিয়া চনমনে হয়ে উঠেছেন। কারারক্ষীদের ফলমূলও বিতরণ করেছেন। বলেছেন, ‘আমার মুক্তির সময় হয়ে এসেছে।’ আজ বেগম খালেদা জিয়ার অসুস্থতাও নেই, মন খারাপও নেই।

বেগম খালেদা জিয়া কারাগারে নিজ খরচে তিনটি পত্রিকা রাখেন, এগুলো হলো প্রথম আলো, নয়া দিগন্ত এবং দিনকাল। সাধারণত তিনি বিছানা ছাড়েন সকাল ১০ টার পর।

কিন্তু গতরাতে তিনি গৃহকর্মী ফাতেমাকে বলে রেখেছিলেন, তাঁকে যেন তাড়াতাড়ি ডেকে নেওয়া হয়। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে তাঁকে ডেকে তোলেন ফাতেমা। উঠেই তিনি সংবাদপত্রের খোঁজ করেন। সংবাদপত্রগুলো আসে কিছুক্ষণ পর।

চশমা দিয়ে পত্রিকাগুলোতে বিএনপির জনসভার সংবাদগুলো পড়ে, খুশি ছড়িয়ে পড়ে তাঁর চোখে মুখে। খুশিতে আত্নহারা হয়ে নাচতে শুরু করেন তিনি। কারাগার সূত্র এমনটাই জানিয়েছেন।

শনিবার থেকে বেগম খালেদা জিয়ার মনখারাপ ছিল। বিটিভিতে জনসভার খবর না দেখে বিরক্ত হয়েছিলেন। রোববার সকালটা দৈনিক পত্রিকা নিয়েই কেটেছে তাঁর। বেগম খালেদা জিয়া কারান্তরীণ হবার পর এটাই বিএনপির সবচেয়ে বড় কর্মসূচি।

শেয়ার করুন: