এবার বৃষ্টির দেখা নেই। তাই এ অঞ্চলের প্রধান ফসল রোপা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে এ উপজেলার হাজারো কৃষক। তাই কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রায় সাড়ে চার হাজার মুসুল্লি বৃষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় ও বিশেষ দোয়া এবং প্রার্থনা করেছেন।
রোববার সকাল ১০টায় উপজেলার সদ্য বিলুপ্ত দাসিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন দাসিয়ারছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্যে এ বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।
ছিটমহলের সাবেক নেতা গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, নুর আলম, জাকির হোসেন ও মোফাজ্জল হোসেনসহ অনেকের নেতৃত্বে সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে চার হাজার মুসল্লি এ নফল নামাজ ও বিশেষ দোয়ায় অংশ নিয়েছেন।
নাখারগঞ্জ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সামচুউদ্দিন কাছমি নফল নামাজ পরিচালনা করেন এবং নাখারগঞ্জ নুরানি ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের বিশেষ মোনাজাত পরিচালনা করেন।