সোশ্যাল মিডিয়ায় আছেন তো! তাহলে ‘ইন্টারনেট সেনসেশন’ রোদ্দুর রায়কে চেনেন নিশ্চয়ই! ওর একেকটা গান ইন্টারনেটে ঝড় তুলেছে, সুনামি এনেছে... রোদ্দুর রায়ের বিখ্যাত সব সৃষ্টির মধ্যে ‘আমি কোকোনাট ম্যান’, ‘আমারও পরাণ যাহা চায়’, ‘আগুনের পরশমণি’,
‘একটি মশা ও মাছি’ ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। গান, কবিতা, আলাপচারিতা— সব মিলেমিশে এক অনবদ্য মশলাদার উপাদান। শেষ পর্যন্ত গান,কবিতা কিছুই থাকলো না।
কে এই রোদ্দুর রায়? কলকাতার ইন্টারনেট জগতে দারুণ এক পরিচিত নাম রোদ্দুর। অন্তত ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম তাই জানাচ্ছে। মূলত রবীন্দ্র সঙ্গীতকে বিকৃত করে গাওয়ার জন্যই তাকে মানুষ চেনে কিংবা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এই রোদ্দুর।
বাংলা অঞ্চলে ইন্টারনেট দুনিয়ায় সাড়া জাগানো অন্যতম ‘ইউটিউবার’দের মধ্যে তিনি অন্যতম। অবশ্য কলকাতায় রুমা ঘোষ আর স্যান্ডি সাহা একইভাবে পরিচিত। যেমনটা বাংলাকদেশের হিরো আলমের পরিচিতি ঘটেছে।
মজার ঘটনা হলো এই স্যান্ডি সাহা বাংলাদেশেও এসেছেন হিরো আলমের সঙ্গে করেছেন মিউজিক ভিডিও। রোদ্দুর রায় বাংলার নেট দুনিয়ার দুই সেনসেশন। একজন রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিতে নিজের ‘সুর’ জুড়ে দিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান।