আজ থেকে সারাদেশে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার। এতে পরিবার প্রতি ৫জন হিসেবে প্রায় আড়াই কোটি মানুষ বছরে ৫ মাস এই সুবিধা পাচ্ছেন।
হতদরিদ্র মানুষের সাহায্যার্থে ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন করেন। নীতিমালা অনুযায়ী প্রতিবছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বর ৫ মাস এই চাল বিক্রি করা হয়।
ইতোমধ্যে চাল বিক্রির জন্য উপকারভোগীর ৫০ লাখ কার্ড প্রদান করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেশের ৬৪ জেলার ৫০ লাখ দরিদ্র মানুষ এ সুবিধা পাবে।