১০৫ বছর বয়স, পায়ে হেঁটে হজ্জ্ব পালন করেছেন, কে এই ব্যক্তি?

দিনাজপুরের রামসাগরে অবস্থিত বায়তুল আকসা মসজিদের “ইমাম হাজী মোঃ মহিউদ্দীন” তিনি ১৯১৩ সালে জন্মগ্রহন করেন অর্থাৎ বর্তমান বয়স ১০৫ বছর৷

তিনি ১৯৬৮ সালে পায়ে হেঁটে বাংলাদেশ থেকে রওনা দেন ৷ ভারত,পাকিস্থান,ইরান,কাতার অতঃপর সৌদি আরব পৌছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্জ পালন করেন।

মক্কা-মদিনা থেকে তিনি ঈমানকে আরও মজবুত করার লক্ষ্যে অভিশপ্ত ফিরাআউনের লাশ দেখার উদ্দেশ্যে মিশর রওনা দেন ৷ অতঃপর আল্লাহর রাস্তার ধুলো পায়ে লাগিয়ে ১৮ মাস পর হেঁটে হেঁটেই নিজ পরিবারে বাংলাদেশে ফিরে আসেন৷

আল্লাহর রহমতে তিনি এখনও জীবিত ও সুস্থ আছেন৷ সবদিক থেকেই তিনি আল্লাহর উপর সন্তুষ্ট আছেন এবং রাসূল মুহাম্মদ(সাঃ) এর উম্মত হতে পারাটা অনেক সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেন৷

শেয়ার করুন: