যে নায়িকা বোরখা পরে সিনেমা হলে গিয়ে ছবি দেখলেন

ঈদে নিজের অভিনীত ছবি দেখতে বোরখা পরে হলে এলেন নায়িকা। দর্শক সারিতে বসে দেখলেনও ছবি। দর্শকরা বড় পর্দায় যার অভিনয় ও নাচ দেখে শীষ বাজাচ্ছিলেন সেই নায়িকাই যে তাদের সঙ্গে বসে ছবি দেখছেন, আনন্দ উল্লাস উপভোগ করছেন তা জানলেন না কেউই। ছবি শেষে বের হয়ে এলেন নায়িকা। তিনি আর কেউ নন ঈদে মুক্তি পাওয়া ছবি ‘ক্যাপ্টেন খান’ নায়িকা শবনম বুবলী।

মঙ্গলবার টঙ্গীতে চম্পাকলি সিনেমা হলে নিজের অভিনীত ‘ক্যাপ্টেন খান’ দেখলেন বুবলী। সেই সঙ্গে উপভোগ করলেন দর্শকদের সঙ্গে ছবি দেখার আনন্দ। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটি ঈদে প্রায় দুইশতাধিক হলে মুক্তি পেয়েছে। এতে বুবলীর নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান।

নিজের ছবি দেখা প্রসঙ্গে বুবলী বলেন, ‘উৎসবে হলে গিয়ে ছবি দেখার মধ্যে অন্যরকম এক আনন্দ রয়েছে। চম্পাকলিতে গিয়ে দর্শকদের সঙ্গে আমার ছবি দেখলাম। ছবিটির গানে ও বিভিন্ন ডায়ালগে দর্শকদের উচ্ছ্বাস আমাকেও উচ্ছ্বসিত করেছে। তাদের আনন্দ আমার আনন্দ অনেকটা বাড়িয়ে দিয়েছে।’

বুবলী আরও বলেন, সব সময় দর্শক সমাগম বেশি এমন হলে ছবি দেখে মজা পাই। ক্যাপ্টেন খান অনেক আগেই দেখার ইচ্ছে ছিল; কিন্তু ঈদের নানা ব্যস্ততার কারণে দেখা হয়নি।

তবে হলে ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ কেমন তার খবর সব সময় নিয়েছি। যারা এখনও ছবিটি দেখেননি তাদের প্রতি আহবান তারা যেন ছবিটি হলে গিয়ে দেখেন।’ ছবিটিতে আরও অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

শেয়ার করুন: