ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নং আমলি আদালতে জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন তার স্ত্রী সামিয়া শারমিন।
সম্প্রতি সামিয়া শারমিন কথা বলেছেন এক অনলাইনের সাথে। সেখানে তিনি জানান, আত্মহত্যার হুমকি দিয়ে বিয়ে করার পর থেকেই তার ভরণপোষন করত না মোসাদ্দেকের পরিবার।
তাদের পরিবারের অত্যাচারেই নাকি নষ্ট হয় তার পেটের বাচ্চা। এ প্রসঙ্গে সামিয়া বলেন, ‘ও যখন ওয়েস্ট ইন্ডিজে গেলো গত এপ্রিল মাসে তখন আমি কনসিপ করছিলাম।
ডক্টর বেড রেস্ট দিয়েছে। তার মাকে বললাম। কিন্তু কনসিভ করার পর সবার অত্যাচারের মাত্রা বেড়ে গেলো। ওর মাও আমাকে বিভিন্নভাবে মারপিট করতো।’
তিনি আরো বলেন, ‘তিন মাসের বেবিটা মিসকেরেজ হইছে, যখন আমার বেবিটা নষ্ট হয় তখন সৈকত ঢাকা ছিল। ও আমার কোন খোজ খবর তখন নেন নাই এবং ওর ফ্যামিলিও আমার চিকিৎসা খরচ দেয় নাই।
সৈকতের ভাই আমাকে হাসপাতালে নিলেও আমার কোন দায়ভার তারা নেয় নাই। এসময় আমি বেশি অসুস্থ থাকায় শাশুড়ির কথায় আমি বাবার বাড়ি চলে আসি।’