সাব্বির

রাতে হোটেল কক্ষে নারী নিয়ে ধরা পড়েছিলেন সাব্বির!

চট্টগ্রামে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ তখন বেঘোরে ঘুমোচ্ছিলেন। জেগে থাকার সময়ও সেটি ছিল না। রাত যে বেজে গিয়েছিল দেড়টা! তবু ওই সময়ই ঢাকা থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসানের ফোনে জাগতে হয় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে।

বোর্ড সভাপতির ফোন ধরেই মাহমুদ জানতে পারেন হোটেলে সাব্বির রহমানের কক্ষে নারী অতিথি আছে। ওই মেয়েকে তখনই হোটেল থেকে বের করে দেওয়ার নির্দেশনা ম্যানেজারকে দেন নাজমুল। সেই সূত্রে হাতেনাতে ধরা পড়া সাব্বির সেই নারী অতিথিকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গভীর রাতে হোটেল থেকে বেরোনোর অনুমতিও আদায় করেছিলেন।

একই সঙ্গে ধৃত হওয়ার সেই ঘটনায় তাঁর সতর্ক হওয়াটাও কম জরুরি ছিল না; কিন্তু হননি। বরং এর মাস দুয়েক পর একই ঘটনার পুনরাবৃত্তি। ২০১৬-র বিপিএলের সময় আবারও তাঁর কক্ষে নারী অতিথি! সেবার রাজশাহী কিংসের হয়ে খেলা সাব্বিরকে বিপিএল গভর্নিং কাউন্সিল ১৩ লাখ টাকা জরিমানা করেও যে শোধরাতে পারেনি, পরের দুই বছরের নানা বিতর্কিত ঘটনাপ্রবাহ তা চোখে আঙুল দিয়েই দেখিয়েছে।

শেয়ার করুন: