শেষ পর্যন্ত অর্থের লোভ সামলাতে পারল না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)! হঠাৎ করে বিশ্বকাপের খেলা সিনেমা হলের কাছে বিক্রির উদ্যোগ নিল সংস্থাটি।
এ জন্য ওঠেপড়ে মাঠে নেমেছে তারা। ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্র (ইনভাইটেশন টু টেন্ডার) আহ্বান করেছে আইসিসি। এর নাম সিনেমা স্ক্রিনিং স্বত্ব।
দরপত্রে অংশ নেয়ার জন্য টেন্ডার জমা দিতে প্রতিষ্ঠিত সিনেমা ব্যবসায়ী, ব্যক্তিগত সিনেপ্লেক্স ও থিয়েটার কোম্পানিগুলোকে আহ্বান করা হয়েছে।
চাইলে কেউ নির্দিষ্ট কোনো দেশ, অঞ্চল কিংবা পুরো বিশ্বের সিনেমা হল স্বত্ব কিনে নিতে পারবে। কোনো সিন্ডিকেট ব্যবসায়ীও এ স্বত্ব কিনতে পারবে। এমনকি মিডিয়া এজেন্সিও এতে অংশ নিতে পারবে।
এরই মধ্যে টিভি, অনলাইন ও মিডিয়া স্বত্ব বিক্রি করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আইসিসির সম্প্রচার ও প্রযুক্তিপ্রধান আরতি সিং দেবাস বলেন, ২০১৯ বিশ্বকাপ হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর। তাই এর সঙ্গে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করতে চাই আমরা।
নিয়মিত সমর্থকের পাশাপাশি খেলাটির সঙ্গে আরও নতুন অনেককে যুক্ত করতে চাই। সে জন্য ভিন্ন ভিন্ন প্লাটফর্মে বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচারের ব্যবস্থা করছি। আমরা নিশ্চিত করতে চাই, যেন সবাই সমানভাবে বড় আসরটি উপভোগ করতে পারে।
তিনি বলেন, সিনেমা স্ক্রিনিং প্রস্তাব হচ্ছে তেমনই একটি ভিন্নধারার চিন্তার উপাদান। যেন বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচারে বৈচিত্র্য আসে। এতে করে সাধারণ মানুষ পরিবারসহ সবাই একসঙ্গে বসে বড় স্ক্রিনে খেলা উপভোগ করতে পারবেন। যেখানে একটি সামাজিক আবহ তৈরি হবে।