‘কাভি আলবিদা না কেহে না’ সিনেমার ছোট্ট ছেলেটি এখন তরুণী

‘কাভি আলবিদা না কেহে না’ (২০০৬) ছবিতে শাহরুখ খানের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এহসাস চানা। শুধু ওই ছবিটিই নয় ‘আরিয়ান’(২০০৬), ‘মাই ফ্রেন্ড গানেশা’ (২০০৭) ছবিতেও ছেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

প্রথম মেয়ের চরিত্রে অভিনয় করেন ‘ফুঁক’ (২০০৮) সিনেমায়। শুধু হিন্দি নয়, বেশ কিছু তেলেগু ছবিতেও অভিনয় করেন এহসাস। প্রতিটি ছবিতেই নজরকাড়া অভিনয় করেন তিনি। শুধু সিনেমা নয়, বেশ কিছু রিয়ালিটি শো ও টেলিভিশন শো যেমন— গুমরা (২০১২), এমটিভি ফানাহ (২০১৪)-তেও অভিনয় করেছেন এহসাস।

এখন বয়স তার ১৯ বছর। তার একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ইনস্টাগ্রামে এহসাসের ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লাখ।

শেয়ার করুন: