বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের সৎ মা’ হিসেবে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের মা নন, তিনি আসলে জঙ্গি ও রাজাকারতন্ত্রের মা আর গণতন্ত্রের সৎমা।’ শুক্রবার (২৪ আগস্ট) কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইনু।
জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। আসলে দণ্ডিত ও সাজাপ্রাপ্ত খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে হৈ-চৈ করছে বিএনপি। এটি এমন একটি দল যে দলের সঙ্গে গণতন্ত্র শব্দটি যায় না।’ তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র হত্যা, নির্বাচন বানচাল করা ও খুনিদের রক্ষা করাই বিএনপির একমাত্র কাজ।’
এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।