শাকিবপুত্র জয়ের ঈদ ফ্যাশন!

বাবা শাকিব খানের চেয়ে জনপ্রিয়তা যেন কম নয়! এই তো ক’দিন আগে ইনস্টগ্রামে বাবাকেও পিছনে ফেলেছেন আব্রাম খান জয়। শাকিব-অপু বিশ্বাস দু’জনেরই একমাত্র সন্তান সে। তাই বাবা-মার ভক্তদের বাইরেও জয় এখন পছন্দের ‘স্টার কিড’।

শাকিব-অপু একসঙ্গে নেই; বিচ্ছেদ হয়েছে তাদের। দু’জন দুই জগতের বাসিন্দা। তবে আলাদা হলেও জয়ের বেলায় দু’জনের স্বপ্নই অনেক বড়। বিশেষ করে অপু বিশ্বাসের। মায়ের কাছেই এখন থাকছেন জয়। ছেলে জয়ই অপুর এগিয়ে যাওয়ার প্রেরণা বলে জানিয়ে আসছেন তিনি।

সম্প্রতি জয়ের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে লুঙ্গি পরা আব্রাহাম খান জয়কে দেখা যায়। তামিল ছবির নায়কদের মতোই পোজ দিয়ে দাঁড়িয়ে সে। ছেলেকে ঈদের জামা পরিয়েও ছবি তুলে পোস্ট করেছেন অপু।

এবার ঈদুল আজহায় ছেলের নামে তিনটি খাসি কোরাবানি দেবেন বলে সম্প্রতি জানান অপু। তিনি বলেন, ছেলে জয়ের নামে তিনটি খাসি কোরবানি দিচ্ছি।

এটি আমার ছেলের নামে দ্বিতীয় কোরবানি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নিয়মিত কোরবানি দিয়েছি। যদিও আমি ঈদের দিন দেশে থাকছি না। তবে কোরাবনির দেওয়ার দায়িত্ব পরিচিত একজনকে বুঝিয়ে দিয়েছি।’ উল্লেখ্য, একটি অনুষ্ঠানে যোগ দিতে সোমবার বাহরাইন গেছেন অপু বিশ্বাস। ফিরবেন বৃহস্পতিবার।

শেয়ার করুন: