রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ মঙ্গলবার সকালে দেখা করেছেন তাঁর চিকিৎসকরা। এসময় সিভিল সার্জন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়া কথা বলার জন্য তাঁদের কিছুক্ষণ বসতে অনুরোধ করেন। এসময় জামিনসহ নানা বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকদের কথা হয়।
সাক্ষাৎ শেষ চলে যাবার সময় চিকিৎসকরা খালেদা জিয়াকে প্রশ্ন করেন, আগামীকাল কোরবানির ঈদে তিনি কোনো বিশেষ কিছু খেতে ইচ্ছুক কী না? জবাবে খালেদা জিয়া তাঁর বাড়িতে যে কোরবানি হবে সেই কোরবানির মাংস তাঁকে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন। এই ব্যাপারে জেল কর্তৃপক্ষকে অবহিত করা হলে বিষয়টি দেখবেন বলে নিশ্চয়তা দিয়েছেন তাঁরা।
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের জন্য দণ্ডিত হয়ে গত ছয় মাস ধরে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ঈদুল ফিতরটি কারাগারে কেটেছে বিএনপি চেয়ারপারসনের। এবারের ঈদুল আজহাও কারাগারে কাটাতে যাচ্ছেন তিনি।