ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় গত একশ বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় তিনশ’র বেশি মানুষ মারা গেছে। মূলত অতিবৃষ্টির কারণে সেখানে এই বন্যা দেখা দিয়েছে।
কেরালা ছাড়াও ভারতের আরও কিছু রাজ্যে মৌসুমি বৃষ্টির কারণে বন্যা হয়েছে। সব মিলিয়ে ভারতজুড়ে বন্যায় নিহতের সংখ্যা নয়শ’র বেশি বলে উল্লেখ করা হচ্ছে।
এই ভয়ংকর বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা সানি লিওন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, এরই মধ্যে সানি লিওন বন্যাদুর্গতদের সাহায্যে ৫ কোটি রুপি দান করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর রীতিমতো ভাইরাল হয়েছে। তবে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেননি সানি লিওন। এছাড়া বলিউডের বেশ কয়েকজন তারকা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।
শাহরুখ খান, অক্ষয় কুমার, রামচরণ, চিরঞ্জীবসহ একাধিক তারকা কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করেছেন। জানা গেছে, শাহরুখ খান ২১ লাখ রুপি দিয়েছেন। ‘বাহুবলি’ তারকা প্রভাস ২৫ লাখ রুপি দিয়েছেন। দক্ষিণী তারকা আল্লু অর্জুনও ২৫ লাখ রুপি দিয়েছেন।
এদিকে কেরালার বন্যা বিধ্বস্তদের জন্য ভক্তদের কাছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদানের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন জানিয়েছেন আনুশকা শর্মা, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জন আব্রাহাম, ক্যাটরিনা কাইফ, বিদ্যা বালান, রানা দাগ্গুবাতিসহ একাধিক তারকা।
বলিউড সুপারস্টার হৃতিক রোশন নিজে আর্থিক সাহায্য করার পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে টুইটারে অনুরোধ জানিয়েছেন। হৃতিকের আগে দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ, কমল হাসান, রজনীকান্তের মতো অভিনেতারাও কেরালার সাহায্যে এগিয়ে এসেছেন।