bdview-Featured-image

মূত্রত্যাগ করে ব্রীজে লাগা আগুন নেভালেন এই যুবক!

অভিনব ঘটনা। মূত্রত্যাগ করে একটি সেতুকে বিরাট অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচাল এক যুবক। এমনটাই ঘটেছে লন্ডনে। বুদ্ধিমান এই যুবকের নাম থমাস। স্ত্রী ও পুত্রসন্তানকে নিয়ে লন্ডনের সাউথএন্ড পিয়ের ব্রিজে ঘুরতে গিয়েছিলেন থমাস। সেখানে গিয়ে তিনি মূত্রত্যাগের বেগ অনুভব করেন। অথচ আশপাশে ছিল না কোনও শৌচাগার।

স্ত্রীকে ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করলেও কর্ণপাত করেননি স্ত্রী। এমন সময় থমাস খেয়াল করেন সেতুর একটি অংশে সবেমাত্র আগুন লাগতে শুরু করেছে। তখনই একঢিলে দুই পাখি মারেন থমাস।

আগুনের কাছে গিয়ে মূত্রত্যাগ শুরু করেন। ব্যস! আগুন নিভে যায়। এই কাণ্ডের কথা জানাজানি হতেই রাতারাতি তারকা হয়ে গিয়েছেন থমাস। সকলেই তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন।

শেয়ার করুন: