কুরবানির পশু জবাইয়ে ১১ সিটিতে ২৯৩৬ স্থান নির্ধারণ

ঢাকা : পবিত্র ঈদুল আজহার ছয় দিন আগেই কুরবানির পশু জবাইয়ের নির্দিষ্ট স্থান চূড়ান্ত করেছে প্রশাসন। এরই মধ্যে দেশের ১১টি সিটি করপোরেশনে মোট দুই হাজার ৯৩৬টি স্থান পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

সব সিটি করপোরেশনে নির্দিষ্ট স্থানে কুরবানির পশু জবাইয়ের বিভিন্ন দিক পর্যালোচনার জন্য গত ২৩ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

এরপর ২৫ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সব সভার সিদ্ধান্ত অনুযায়ী সিটি করপোরেশনগুলোতে কুরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দেওয়া হয়।

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪৩, রাজশাহী সিটিতে ২১০, চট্টগ্রাম সিটিতে ৩১৪, খুলনা সিটিতে ১৬৩, বরিশাল সিটিতে ১৩৫, সিলেট সিটিতে ৩৬, নারায়ণগঞ্জ সিটিতে ১৮৩, কুমিল্লা সিটিতে ১৯০, রংপুর সিটিতে ৯৯ ও গাজীপুর সিটিতে ৪৪৩টি স্থান রয়েছে।

এদিকে সব হাটেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য উপস্থিত রয়েছেন। এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে যেকোনো নৈরাজ্য ও দুর্ভোগ লাঘবে মাঠে রয়েছেন ভ্রাম্যমাণ আদালত আর নিজস্ব কর্মী।

এবছর রাজধানী ঢাকায় এ বছর ২৩টি স্থানে পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯টি স্থানে কুরবানির পশুর অস্থায়ী হাট বসানোর অনুমোদন দেওয়া হয়েছে।

বাইরে নগরের একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলী তো আছেই। আনুষ্ঠানিকভাবে কুরবানির পশু বিকিকিনি শুরু হবে ঈদের তিন দিন আগে। এরই মধ্যে এসব হাটে গরু আনাও শুরু হয়ে গেছে। এখন জমে ওঠার অপেক্ষা।

শেয়ার করুন: