ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত এক ছাত্রীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। আমরা বিষয়টি অবহিত আছি।’ মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
ইমি ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী। কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়কর্মী ছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। আন্দোলনে সে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতো।